ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

বিআরবি হসপিটালস লিমিটেডের বিশ্ব স্ট্রোক দিবস উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২১, ৩১ অক্টোবর ২০২৩

দিবসটি পালন উপলক্ষে বিআরবি হসপিটালস লিমিটেড এর উদ্যোগে বৃহৎ পরিসরে নানাবিধ কর্মসূচির আয়োজন করা হয়।

বিশ্ব স্ট্রোক দিবস ২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বনামধন্য মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা: এম এ বাশার, চীফ কনসালটেন্ট, মেডিসিন বিভাগ, বিআরবি হসপিটালস লিমিটেড।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিআরবি হসপিটালস লিমিটেডের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. জামিল আহমদ (এল পি আর)।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. মোফাজ্জেল হোসেন (লে. কর্ণেল অব.), চীফ কনসালটেন্ট-মেডিকেল অনকোলজিস্ট এবং বাংলাদেশের স্বনামধন্য কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো: নিজামউদ্দিন চেীধুরী, চীফ কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান কিডনি রোগ বিভাগ, বিআরবি হসপিটালস লিমিটেড।

অনুষ্ঠানের প্রধান আলোচক বিশিষ্ট নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. ইমরান সরকার, কনসালটেন্ট- নিউরো মেডিসিন এবং বিশেষ আলোচক বিশিষ্ট নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. আফতাব হালিম, কনসালটেন্ট- নিউরো মেডিসিন, আলোচক- বিশিষ্ট নিউরোলজি ও নিউরোইলেক্টোফিজিওলজি বিশেষজ্ঞ ডা. বদরুল ইসলাম সিনা, কনসালটেন্ট- নিউরোলজি ও
নিউরোইলেক্টোফিজিওলজি- বিআরবি হসপিটালস লিমিটেড বক্তব্য প্রদান করেন।

বিশ্ব স্ট্রোক দিবস ২০২৩ এর অনুষ্ঠানে বাংলাদেশের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকগন, হসপিটালের উধ্বর্তন কর্মকর্তা, নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মীসহ স্ট্রোকে রোগাক্রান্ত অসংখ্য রোগী অংশগ্রহণ করেন।

বক্তারা বিশ্ব স্ট্রোক দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্ট্রোক রোগের সচেতনতা বাড়াতে বিশেষ গুরুত্ব আরোপ করেন। বক্তরা আরো বলেন স্ট্রোকে সচেতনতায় ও সঠিক চিকিৎসা নেওয়ার মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। বিআরবি হসপিটালস লিমিটেড  এর উদ্যোগে দিবসটি আয়োজনের জন্য বক্তরা হাসপিটালস কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি